Gazipur City Election 2018 Jamat Candidate Principal SM Sanaullah Election Poster has been published in her facebook wall. He is a great leader of Gazipur City Jamat. His all poster beer a good moral character. Actually he is a Ideal person among all mayor candidate of the Gazipur City Election. নিম্নে অধ্যক্ষ এসএম সানাউল্লাহ এর নির্বাচনী বিভিন্ন স্লোগান সম্মলিত পোষ্টার সমূহ:
জামায়াতের নিবন্ধন বাতিল করে ইসলামী জাগরণ ঠেকানো যাবে না ---------------- অধ্যক্ষ সানাউল্লাহ গাজীপুর মহানগর উন্নয়ন পরিষদ সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী নগর জামায়াতের আমির কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ এস এম সানাউল্লাহ বলেছেন, ইসলামকে মাইনাস করে কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। নিবন্ধন বাতিল করে জামায়াতের মতো আদর্শবাদী দলকেও মাইনাস করা যাবে না। আসন্ন সিটি নির্বাচনে নগরবাসী ইসলাম ও মানবতার পক্ষে সমর্থনের মাধ্যমে নতুন ইতিহাস গড়ার প্রস্তুতি নিচ্ছে। বৈরী মিডিয়া যাই প্রচার করুক না কেনো জনতা নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে সকল অপপ্রচারের জবাব দিবে ইনশাআল্লাহ। সোমবার বাদ আসর নগরীর বোর্ডবাজার এলাকায় গণসংযোগের জন্য উপস্থিত হলে সমবেত স্বতস্ফূর্ত শত শত জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এক পর্যায়ে বিরাট পথসভায় রূপ নেয়া উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরো বলেন, শহীদ মতিউর রহমান নিজামীদের রক্তে ভাসা বাংলাদেশে অবশেষে ইসলামের শান্তির পতাকা উড়বেই। তিনি আবেগাপ্লুত কন্ঠে বলেন, এই নগরীতেই চার দেয়ালের ভেতর বন্দী কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার সালাম নিয়...
Comments
Post a Comment